জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যু দণ্ডাদেশ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৭:৪০
অ- অ+

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান রবিবার দুপুরে এই রায় দেন।

রায়ে বলা হয়েছে, ইমান আলীর সঙ্গে তার ছেলে সবুজ মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি সবুজ মিয়া তার গ্রামের একটি মাদ্রাসার সামনে বাবা ইমান আলীকে ব্যাপক মারধর করেন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান ইমান আলী।

মামলায় ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে সবুজকে মৃত্যুদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করেন বিজ্ঞ বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র এবং আসামির পক্ষে মামলা পরিচালনা করেন আশরাফুল হোসাইন সোহাগ।

একই দিন দুপুরে জেলার বকশিগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে উদয় নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তাকিউল হাসান উদয় বকশিগঞ্জ উপজেলার উঠানোপাড়া গ্রামের ছোরহাব আলীর ছেলে।

আসামি উদয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।

(ঢাকাটাইমস/১৪মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা