লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ২১:৪৬

করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকালে পৌর শহরের উত্তর তেমুহানী এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ জনকে জরিমানা করা হয়। এ সময় ৫০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এসময় মাস্ক না পরার অপরাধে ৫০ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় মাস্কও বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৪মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :