খুলনায় ল‌ঞ্চের লস্কর‌কে হত্যার দা‌য়ে একজ‌নের যাবজ্জীবন

খুলনা ব্যু‌রো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৩:২৩

খুলনার কয়রায় ল‌ঞ্চের লস্কর আইয়ুব আলী‌কে হত‌্যার দা‌য়ে আসামি রায়হান সরতারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডা‌দেশ দি‌য়ে‌ছে আদালত। একইসঙ্গে আসা‌মি‌কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

২৩ মার্চ খুলন‌ার জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমার চৌধুরী এ রায় ঘোষণা ক‌রে‌ছেন।

আসা‌মি রায়হান য‌শোর জেলার কোতয়ালী থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। আর নিহত আইয়ুব আলী খুলনা থে‌কে কয়রাগামী যাত্রীবাহী এম‌ভি আ‌দিবা খান ল‌ঞ্চের লস্কর ছি‌লেন।

মামলায় রাষ্ট্রপ‌ক্ষের কৌশুলী ছি‌লেন জেলা পি‌পি শেখ এনামুল হক ও এ‌পি‌পি এম ই‌লিয়াছ হো‌সেন।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরনী থে‌কে জানা গে‌ছে, ২০১৯ সা‌লের ৫ অক্টোবর খুলনা থে‌কে কয়রাগামী যাত্রীবা‌হী এম‌ভি আ‌দিবা খান ল‌ঞ্চটি রাত ১০টার দি‌কে কয়রায় পৌঁছায়। এসময় আইয়ুব আলী যাত্রী‌দের টি‌কেট প‌রীক্ষাকা‌লে আসা‌মি রায়হানসহ অপর একজন সহ‌যো‌গীর সঙ্গে কথা কাটাকা‌টি হয়। এতে ক্ষিপ্ত হ‌য়ে রায়হা‌নের কা‌ছে থাকা চাকু দি‌য়ে আইয়ুব আলীর পে‌টে আঘাত ক‌রে তারা কয়রার ভাণ্ডার‌পোল লঞ্চঘা‌টে লা‌ফি‌য়ে নে‌মে পালা‌নোর চেষ্টা ক‌রে। এসময় উপ‌স্থিত জনতা রায়হান ও তার সহ‌যো‌গী তা‌মিম হাসান‌কে ধ‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রেন। এ ঘটনায় ল‌ঞ্চের মাস্টার আলমগীর মোল্লা বা‌দি হ‌য়ে ৭ অক্টোবর কয়রা থানায় মামলা ক‌রেন। পু‌লিশ এ ঘটনায় রায়হা‌নের বিরু‌দ্ধে ৩০ অক্টোবর আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :