ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় প্রশাসনকে দুষলেন সাংসদ মোকতাদির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২১, ১৯:০১

হেফাজতের তাণ্ডবের ঘটনার প্রশাসন ও পুলিশের ভূমিকা নিষ্ক্রীয় ছিল বলে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন। তিনি হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

তিনি আরো বলেন, যেহেতু হরতাল হেফাজত ডেকেছে এসব তাণ্ডবের দায় দায়িত্ব হেফাজতকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি ভবন পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :