আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, চার শ্রমিক দগ্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ২০:৫৯
অ- অ+

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিকাল ৪টার দিকে সাভারের আশুলিয়ায় বাইপাইল এলাকায় গোল্ডেন ইউনিয়ন নামে ওই জুতার কারখানায় আগুন লাগে। দগ্ধ শ্রমিকদের মধ্যে বাবু নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, চার তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ওই কারখানার কার্যক্রম চলত। আগুনের সূত্রপাত ঘটে কারখানাটির তৃতীয় তলার ফ্লোরে। বিকাল ৪টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে৷ পরে পানি স্বল্পতার কারণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যুক্ত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সাভার জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

এদিকে স্থানীয় হাবিব ক্লিনিকের চিকিৎসক ডা. হাসনাত সাইদুল ইসলাম বলেন, ওই কারখানা থেকে আটজন রোগী আমাদের এখানে আসে। তাদের মধ্যে চারজন ছিল দগ্ধ। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা