আইনের অঙ্গনের ক্ষতি হয়ে গেল

জয়নুল আবেদীন
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ২১:১০
অ- অ+

আব্দুল মতিন খসরু একজন যোগ্য ও দক্ষ আইনজীবী ছিলেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জয়নুল আবেদীন বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৪ এপ্রিল) আব্দুল মতিন খসরু মারা যাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। জয়নুল আবেদীন বলেন, আমার সঙ্গে মতিন খসরুর ব্যাক্তিগতভাবে খুবই সম্পর্ক ভালো ছিল। জীবন সায়াহ্নে এসে তিনি সুপ্রিম কোর্ট বারের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন।

দায়িত্ব পালন করার আগেই মারা গেলেন, আইনের অঙ্গনের ক্ষতি হয়ে গেল। আমি উনাকে ব্যাক্তিগতভাবে পছন্দ করতাম। উনিও আমাকে পছন্দ করতেন। উনি যখন আইনমন্ত্রী ছিলেন উনার বিরুদ্ধে কোনো বদনাম ছিল না। খসরু সাহেব কয়েকবারের এমপি ছিলেন।

উনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত মর্মাহত। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দোয়া করি মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।

লেখক : সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা