রাজধানীতে ‘ঢিলেঢালা’ চলছে সর্বাত্মক লকডাউন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৭:৩৬ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ১৫:৫০

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের দেয়া দ্বিতীয় ধাপে সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন রাজধানীতে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। এদিন সড়কে বেড়েছে জনসমাগম ও গাড়ি চলাচল। মুভমেন্ট পাসের দেখানোর প্রয়োজনীয়তাও নেই।

শনিবার রাজধানীর শ্যামলী কল্যাণপুর টেকনিক্যাল সরেজমিনে ঘুরে দেখা যায় এ চিত্র।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে চলছে লকডাউন। লকডাউনের প্রথম ও দ্বিতীয় দিন রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পুলিশের চেকপোস্ট ছিল। প্রতিটা অলি-গলিতে ছিল পুলিশের টহল টিম। তবে আজ কিছুটা ভিন্ন। শ্যামলী কল্যাণপুর টেকনিক্যাল এলাকা ঘুরে কোথাও পুলিশের চেকপোস্ট দেখা যায়নি।

মুভমেন্ট পাস ছাড়াই সড়কে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ জনগণ। অবাধে চলছে নিজস্ব গাড়ি। যদিও সরকারের দেয়া বিধিনিষেধে বলা হয়েছিল জরুরি সেবা ব্যতীত কেউ ঘর থেকে বের হতে পারবে না। প্রয়োজনে বের হতে মুভমেন্ট পাস লাগবে। লকডাউনের প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় দিন ঘর থেকে বেরুনো মানুষের মুভমেন্ট পাস দেখা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি থাকলেও আজ তা নেই। সড়কে মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে খুলেছে অনেক দোকানপাটও। শাটার অর্ধেক নামিয়ে চলছে তাদের ব্যবসা। তবে, অধিকাংশ মানুষকেই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে দেখা গেছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় গত বুধবার থেকে এ লকডাউন ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/আরকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :