পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন হোসেন (১৯) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, শাওন কদমডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে। তিনি বেরুয়ারি গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় আড়াই ঘন্টা পর আটঘরিয়া ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/পিএল)

মন্তব্য করুন