ভারতে করোনা বেড়েছে ৬৩ শতাংশ, মোট আক্রান্ত দেড় কোটি

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ০৮:৩৩| আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৮:৪৪
অ- অ+

ভারতে গত এক সপ্তাহে করোনাভাইরাসে সংক্রমণের হার ৬৩ শতাংশ বেড়েছে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৩৮৮ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে।

ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৩০৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে এক হাজার ৬২৫ জনের। দেশটিতে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড।

করোনা সংক্রমণে বিশ্ব দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জনের।

এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি রাজ্য ফের কড়াকড়ি জারি করেছে। কারফিউ জারি করেছে ছত্তিশগড় ও দিল্লি। দিল্লিতে চার ও পাঁচতারকা হোটেলকে করোনা হাসপাতলে রুপান্তর করা হচ্ছে।

টিকা প্রদানের আরও বড় প্রকল্প হাতে নিয়েছে ভারত। দেশটি তৃতীয় টিকা হিসেবে রাশিয়ার স্পুত্নিক ভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তারা উৎপাদন করবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪৫৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮১ হাজার ৬১ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬৬১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৭৫৫ জন।

ঢাকাটাইমস/১৯এপ্রিল/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা