বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৪৩৫টি মামলা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১, ১১:৩৪

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৭ দিনে ৪৩৫টি মামলা করেছে প্রশাসন। এসব মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকারও বেশি জরিমানা আদায় করেছে সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত। এসময়ে তিনজনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আজিজুল কবির বলেন, করোনা সংক্রমণ রোধে বাগেরহাটের জেলা প্রশাসন স্থানীয়দের সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসনের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় যেয়ে যেয়ে করোনাভাইরাসের ভয়াবহতা কি রূপ নিয়েছে তা বোঝানোর চেষ্টা করছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের ১৪টি টিম নিয়মিত কাজ করছে। জেলা প্রশাসন হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছে। এতো কিছুর পরেও যারা স্বাস্থ্যবিধি একেবারেই মানছেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২৭ দিনে ভ্রাম্যমাণ আদালত বাগেরহাটে ৪৩৫টি মামলা করেছে। তিনজনকে দণ্ডও দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :