মাইক্রোবাসে আগুন, অল্পে বেঁচে গেলেন পাঁচ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৩ মে ২০২১, ১৯:২২
অ- অ+

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার পরও অল্পের জন্য বেঁচে গেলেন মাইক্রোবাসে থাকা শিশুসহ পাঁচজন যাত্রী। বৃহস্পতিবার দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মধুপুর ফায়ার ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইলগামী একটি মাইক্রোবাস মধুপুর বাসস্ট্যান্ড আসার পরই চলন্ত অবস্থায় আগুন লেগে যায়। এতে আগুন লাগার পরপরই মাইক্রোরচালক পালিয়ে গেছে। মাইক্রোটির মালিকের নাম আসাদুজ্জামান। মাইক্রোটিতে দুই শিশুসহ পাঁচজন যাত্রী ছিল।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশনে অফিসার দেলোয়ার হোসেন জানান, মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি মাইক্রোতে আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া মাইক্রোতে থাকা যাত্রীদের মালামাল উদ্ধার করা হয়েছে। তবে মাইক্রোরচালককে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা