সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২১, ১৪:৩৫
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৪৪৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৩৮৬ কোটি ৯৬ লাখ ২৭ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৭.৫০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের চার কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৭ কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ১০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেড দুই কোটি ৭৯ লাখ ১৭ হাজার ২৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭.৬০ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ১১৭ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১০৩ কোটি ৯৬ লাখ ১৩ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ৯১ কোটি ৭৯ লাখ ২৪ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৮৯ কোটি ২৬ লাখ ৭৫ হাজার টাকার, এনআরবিসি ব্যাংক লিমিটেডের ৮৭ কোটি চার লাখ ৪৯ হাজার টাকার, পাইওনির ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৭৯ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকার এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৭৪ কোটি ৫০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা