গাজায় ইসরায়েলের হামলায় নিহত ১৩৭, ঘরহারা সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৫ মে ২০২১, ১১:৪২
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক নাগাড়ে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া সীমান্ত থেকে শনিবারও শেল ছুড়ছে। দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৬ শিশু রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ৯২০ জনের বেশি মানুষ। এছাড়া ঘরছাড়া হয়েছেন সহস্রাধিক গাজাবাসী। খবর আল জাজিরার

খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গাজার সাতি শরণার্থী শিবিরে হামলায় দুই নারী ও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এছাড়া খান ইউনিস এলাকায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হাজারের বেশি ফিলিস্তিনি উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ হাজারের বেশি ফিলিস্তিনির ঘর ছাড়ার খবর নিশ্চিত করেছে।

জাতিসংঘের হামলা বন্ধের আহ্বানের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলা অব্যাহত থাকবে।

শনিবার ভোরে ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের আশশোদ শহরে রকেট হামলা করে হামাস। এখন পর্যন্ত হামাসের হামলায় অন্তত ৯ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন লক্ষ্যে গাজা থেকে কয়েকশো রকেট হামলা করেছে। ইসরায়েল তাদের শক্তি বৃদ্ধি করেছে।

গত সপ্তাহে (৭ মে) থেকে জেরুজালেমের মসজিদ আল আকসায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েল। পরপর তিন দিন ওই হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি আহত হন। এরপরই ইসরায়েলকে হামলা বন্ধের জন্য আল্টিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রক হামাস। আল্টিমেটাম পার হলেই ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েল পাল্টা হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঢাকাটাইমস/১৫মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা