সিংড়ায় সাংবাদিকের ওপর হামলা, বিচার চেয়ে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৮:৪২
অ- অ+

নাটোরের সিংড়ায় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিক মাহিদুল ইসলাম মানিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, সহকর্মী ও স্বজনরা। মঙ্গলবার দুপুরে চামারী ইউনিয়ন পরিষদের সামনে এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য দেন- সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, আহত সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক, ইউপি সদস্য আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৭ মে বিকাল ৪টায় পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে চামারীর সোনাপুর বটতলা এলাকায় পৌঁছলে স্থানীয় আ.লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবির কর্মী-সমর্থকরা সাংবাদিক মানিকের ওপর চড়াও হয়ে হাতুড়ি পেটা করে আহত করে।

স্থানীয় সাংবাদিক মানিকের দাবি, তিনি রবির কিছু দুর্নীতির তথ্য পেয়ে তা নিয়ে খোঁজ করায় এ হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলা করার পরও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবি করেন তারা। অবিলম্বে এলাকার এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা