পাটুরিয়া-আরিচা লঞ্চ চলাচল শুরু, ফেরিঘাটে চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২১, ১২:৩৩

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে তিন দিন বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে এই দুই রুটে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার সকাল ৯টা থেকে এ দুটি নৌপথে লঞ্চ চলাচল শুরু করা হয়।

অপরদিকে, ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি বহরের দুটি রো রো ও দুটি ইউটিলিটি ফেরির যান্ত্রিক ত্রুটির থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়ছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে শাহজালাল, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের দুটি রো রো ও ঢাকা ও মাধবীলতা নামের দুটি ইউটিলিটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে।

তিনি আরো বলেন, পাটুরিয়া ঘাট ট্রাক টার্মিনালে ৩০০টি সাধারণ পণ্যবাহী ট্রাক ও ৮০/৯০টির মত যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পার করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮মে/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :