স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ফুড পান্ডার কর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২১, ১২:৫৩| আপডেট : ৩০ মে ২০২১, ১৩:৩৩
অ- অ+

ঢাকার এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে শান্ত রানা শাহিন (২০) নামে এক ফুড পান্ডার কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুলছাত্রীকে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে মামার বাড়ি থেকে শাহিনকে আটক করা হয়। ওই বাড়ি থেকেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

আটক শাহিনের বাড়ি দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামে। তিনি ফুড পান্ডায় খাবার সরবরাহের কাজ করতেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি’র সহকারী পুলিশ সুপার ওনু মং জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গত মার্চ মাসের ২৩ তারিখ বিকালে ঢাকার ভাসানটেক এলাকা থেকে শাহিন ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। অপহরণের পর সে স্কুলছাত্রীকে বিভিন্নস্থানে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। অপহরণের পরে মেয়েটির বাবা ভাসানটেক থানায় একটি মামলা করেন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধারকৃত কিশোরী ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৩০মে/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
জনগণের টাকায় নির্মিত সিনেমা যদি তারাই দেখতে না পারে, তাহলে অনুদানের মূল্য থাকল কই: নিরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা