আমি মরে গেলে ভাববেন খুন হয়েছি: পরীমনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২১, ০০:১০| আপডেট : ১৪ জুন ২০২১, ১৪:৩৩
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের পর সংবাদ সম্মেলনে এসে নিজের জীবনের সংশয়ের কথা জানালেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সুন্দরী নায়িকা পরীমনি। তিনি জীবনের নিরাপত্তা দাবি করেছেন। নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি বলেন, ‘আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। চারদিন ধরে থানায় ঘুরেও কোনো মামলা করতে পারিনি। আমি এই ঘটনার বিচার চাই।’

অভিযুক্তের নাম সম্পর্কে পরীমনি বলেন, ‘তার নাম নাসির উদ্দিন আহমেদ। ঘটনার সময়ে তিনি নিজেকে বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্টের কাছের মানুষ হিসেবে পরিচয় দিয়ে হুমকি দেন।

রবিবার রাতে করা এ সংবাদ সম্মেলনে বিধ্বস্ত অবস্থায় ছিলেন পরীমনি। তার চেহারায় ছিল অসুস্থতা ও আতঙ্কের ছাপ। চলে যাওয়ার আগে কাঁদতে কাঁদতে নায়িকা বলেন, ‘আমি আত্মহত্যা করার মেয়ে নই। আমি যদি মরে যাই, তাহলে আপনারা মনে করবেন আমাকে হত্যা করা হয়েছে।’

এ সময় পরীমনির সঙ্গে ছিলেন তার ‘বিশ্বসুন্দরী’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, পরী আমাকে মা ডাকে, সেই জায়গা থেকে আমি আমার সন্তানের কষ্ট বুঝি। আমি এই ঘটনার বিচার চাই। আমি চাই পরীমনি আবার ঘুরে দাঁড়াক।’

এদিকে, পরিমনির দেয়া স্ট্যাটাস ও অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা ঢাকাটাইমসকে বলেন, ‘পরীমনি অবশ্যই ন্যায়বিচার পাবেন। আমরা তার ন্যায়বিচারের জন্য কাজ করব। তবে কেন তিনি আইজিপি স্যারের নাম উল্লেখ করেছেন তা আমি বুঝতে পারছি না।’

সোহেল রানা দাবি করেন, ‘আমরা নিশ্চিত, পরীমনি মোটেই আইজিপি স্যারের সঙ্গে যোগাযোগ করেননি। আইজিপি স্যার সর্বদা নারী ও শিশুদের অধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

এর আগে রবিবার রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি জানান, তাকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে এবং ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন এবং বাঁচার আকুতি জানান।

ঢাকাটাইমস/১৪জুন/কেআর/এসএস/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা