নাটোরে দলছুট হনুমান নিয়ে কৌতুহল

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২১, ১৮:০৪

প্রায় সপ্তাহখানেক ধরে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট এক মুখপোড়া হনুমান। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা পিছু পিছু ছুটছে। প্রাণীকে অনেকে দেখে আনন্দ পাচ্ছে আবার কেউ কেউ তাকে ঢেল ছুড়ে বিরক্তও করছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে দলছুট একটি মুখপোড়া হনুমান সিংড়ার চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তবে এই প্রাণীটি কোথা থেকে কিভাবে এসেছে কারও জানা নেই।

সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি মো. সজিব ইসলাম জুয়েল বলেন, উৎসুক জনতার ভয়ে শনিবার সকাল থেকে হনুমানটি কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। প্রাণীটিকে যাতে বিরক্ত করা হনা হয় সেজন্য সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, প্রাণীটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। হনুমান ধরাটা খুবই কঠিন এবং অবমুক্ত করার জায়গাও নেই। তবে সে কারও ক্ষতি করবে না। এবিষয়ে মানুষকে সচেতন হতে হবে।

(ঢাকাটাইমস/৩জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :