নারায়ণগঞ্জে কোথাও কোনো ঘর ভেঙে পড়েনি: ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২১, ১৭:০৮

নারায়ণগঞ্জের বন্দরে লক্ষনখোলা ও সোনারগাঁ গোদ্দের বাজার ইউনিয়নে খামারগা এলাকায় ভূমিহীনদেরকে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাল।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরগুলো পরিদর্শনের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের প্রতিটি ঘরে গিয়ে বসবাসকারীদের কোনো অসুবিধা হচ্ছে কি না তার খোঁজ নেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে মোস্তাইন বিল্লাহ বলেন, ছয় মাস আগে আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ঘরগুলো দিয়েছিলাম তা পরিদর্শন করে দেখলাম- ঘরগুলো ভালো আছে। নারায়ণগঞ্জে কোথাও কোনো ঘর ভেঙে পড়েনি। যারা ঘরগুলোতে বসবাস করছেন তারাও ভালো আছেন, এটি দেখে আমরা আনন্দিত। যাদের জমিও নাই, ঘরও নাই তাদের আমরা জমি ও ঘর দিচ্ছি। কিন্তু যাদের জমি আছে ঘর নাই তাদের ঘর দেয়ার জন্য প্রধানমন্ত্রী কর্মকৌশল নির্ধারণ করেছেন।

অন্যদিকে সোনারগাঁয়ে আশ্রয়কেন্দ্রের ঘর তৈরিতে যুক্ত মিস্ত্রি ও এলাকাবাসী জানান, রিপন সরকার ও তার সঙ্গে আরও একজন ঘরগুলো ভেঙে ফেলে। তাদের মধ্যে একজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন- ‘আমরা রির্পোট করতে এসেছি। খারাপ কোনো জিনিস থাকতে পারে না। আমরা রিপোর্ট করি।’

মিস্ত্রিরা জানান, তারা বাধা দিতে গেলে দৌড়ে তাদের মারতে আসেন ঘর ভাঙচুরকারীরা। তাদের বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে।

সরজমিনে দেখা যায়, সেই ভেঙে ফেলা ঘরগুলো পুনরায় মেরামত করা হয়েছে।

জেলা প্রশাসকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুল্কা সরকার, বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান প্রমুখ।

(ঢাকাটাইমস/১২জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :