হরিণের মাংসসহ গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:১৩ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ২১:০৮

সুন্দরবন থেকে শিকার করা হরিণের ১২ কেজি মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কোটগার্ড।

এর আগে শুক্রবার বিকালে সুন্দরবন সংলগ্ন খুলনার বটিয়াঘাট উপজেলার নলিয়ান এলাকা থেকে হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আক্তার (৩০)। তিনি খুলনার বটিয়াঘাট উপজেলার নলিয়ান এলাকার বকস গাজীর ছেলে।

বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মামুনুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকাল চারটা নাগাদ সুন্দরবন সংলগ্ন খুলনার বটিয়াঘাট উপজেলার নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা হরিণের ১২ কেজি মাংস ও একটি মাথাসহ আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাকে সুন্দরবন পশ্চিম বিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। তবে এই ব্যক্তি কবে বনের কোন এলাকা থেকে হরিণটি শিকার করে আনা হয়েছে তা উল্লেখ নেই ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :