যাত্রাবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ২১:০৪| আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:০৯
অ- অ+

রাজধানী যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো. রফিকুল ইসলাম এবং মো. জাহিদ হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৩ জানতে পারে যে, দক্ষিণ যাত্রাবাড়ী দোলাইপাড়ের মাওয়াগামী ফ্লাইওভারের টোল প্লাজার পূর্ব পাশে মান্ডা হাড়ভাঙা চিকিৎসালয়ের সামনে কিছু মাদককারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। পরে র‍্যাব-৩ এর একটি দল সকাল ১০ টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানে ১৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মো. রফিকুল ইসলাম এবং মো. জাহিদ হাসান নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মো. রফিকুল ইসলাম মাদারীপুর জেলার শিবচর থানার বাবুওয়ালী গ্রামের মো. শুকুর ফকিরের ছেলে আর মো. জাহিদ হাসান শরীয়তপুর জেলার জাজিরা থানার মোল্লাকান্দি গ্রামের মো. হাশেম শেখের ছেলে।

র‍্যাবের ভাষ্যমতে, আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কিনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৬ জুলাই/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা