‘মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার’

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২১, ২২:১৮

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, করোনাভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে বিদেশ থেকে উন্নত মানের ভ্যাকসিন আমদানি অব্যাহত রেখেছেন তিনি।’

বুধবার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট আওয়ামী লীগ কার্যালয়ে সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম মূর্শেদী বলেন, ‘মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশের কোনো মানুষ গৃহহীন ও অনাহারে থাকবে না। এ কারণে তিনি মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জমিসহ ঘর দেয়া, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিডি, ভিজিএফ ও রেশন কার্ডের মাধ্যমে চাল বিতরণ এবং বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ নানামুখী উন্নয়নমূলক কাজ করে চলেছেন।’

এমপি মূর্শেদী বলেন, ‘উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা এলাকায় করোনা সংক্রমণরোধে সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক বিতরণ এবং করোনা রোগীদের অক্সিজেন সেবা ও হাসপাতালে সার্জিক্যাল বেড দেয়াসহ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছি। করোনার প্রাদুর্ভাব যতদিন থাকবে সালাম মূর্শেদী সেবা সংঘের এসব কর্মসূচি ততদিন অব্যহত থাকবে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি সদস্য সাইদুর রহমান, শ্রীফলতলা ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী, হিরন আহমেদ হিরু, সিরাজ সরদার, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শ্রমিক নেতা জামাল শেখ, কামাল হোসেন লেলিন, মান্নান ফকির, মহাসিন মোল্লা, শারাফাত হোসেন উজ্জল, নারগিজ বেগম, অঞ্জনা, মিনারা বেগম, রেশমা বেগম, হিরা বেগম, মাহফুজ রানা, খোকা হালদার, সেবা সংঘের সহকারী টিম লিডার, তরিকুল ইসলাম, খলিল, ছাত্রলীগের এস এম রিয়াজ, জাহিদুল, হৃদয় প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :