টিকা সমতা আনতে বুস্টার ডোজে 'না' বিশ্ব স্বাস্থ্য সংস্থার

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২১, ১১:২০| আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:৩৮
অ- অ+

করোনাভাইরাসের ভয়াবহতার সঙ্গে বাড়ছে টিকার চাহিদা। উন্নত বিশ্বের অনেক দেশই তাদের বেশির ভাগ মানুষকে টিকার আওতায় এনেছে। আবার অনেক দেশই টিকাদানে পিছিয়ে রয়েছে। বিশ্বের বহু দেশ এখনও করোনা টিকার প্রথম ডোজই পায়নি। করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দুই ডোজ টিকাই যথেষ্ট, নাকি বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ দেওয়া জরুরি, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই বিতর্ক চলছে। এনিয়ে এবার মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-১৯ এর বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবার প্রয়োজন নেই। প্রসঙ্গত, বিশ্বের ধনী ও গরিব দেশগুলোর মধ্যে ভ্যাকসিন দেওয়ার হারের তারতম্যের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত তৃতীয় ডোজের পক্ষেই কথা বলছে হু। পাশাপাশি সংস্থার পরিকল্পনা হল বিশ্বের প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষ বুস্টার ডোজ পাক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, 'ডেল্টা ভ্য়ারিয়েন্ট নিয়ে বিশ্বের অধিকাংশ দেশের উদ্বেগের কারণটা বুঝি। বিশ্বের বহু ধনী দেশ ইতিমধ্যেই উৎপাদিত ভ্যাকসিনের বেশিরভাগটাই ব্যবহার করে ফেলেছে। এবার আমাদের বেশিরভাগ ভ্য়াকসিন দিতে হবে গরিব দেশগুলোতে।'

উল্লেখ্য বেশি আয়ের দেশগুলো গত মে মাস পর্যন্ত ১০০ জনকে ৫০ ভ্যাকসিন ডোজ দিয়ে ফেলেছে। ওই সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। অন্যদিকে, গরিব দেশগুলো এখন পর্যন্ত প্রতি ১০০ জনে ১.৫ ডোজ দিতে পেরেছে। কারণ ভ্য়াকসিনের সরবারাহ নেই।

এদিকে, সংক্রমণের কথা মাথায় রেখে করোনার বুস্টার ডোজ নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। জার্মানি জানিয়েছে, দেশের সংক্রমণ প্রবণ লোকদের আগামী সেপ্টেম্বর মাস থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। প্রথম ডোজ নেওয়ার ৬ মাস পর সংক্রমণ প্রবণ লোকদের তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধন্ত নিয়েছে সংযুক্ত আরব আমিররাত। গত সপ্তাহে ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। সেখানে ৬০ বছরের বেশি বয়সের মানুষদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা