আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক: নাসির

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫০| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২
অ- অ+

আবারও জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেন বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন। এরপর সাংবাদিকদের সাক্ষাৎকার দেয়াকালে নাসির বলেন, ‘আমি চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক।’

ফেব্রুয়ারি মাসে নাসির হোসেনের বিয়ে করার পর অনেকে হয়তো ভেবেছিলেন যে, এই বুঝি ক্রিকেট ছেড়েই দিচ্ছেন তিনি। কিন্তু ক্রিকেটের ব্যাডবয় খ্যাত এই টাইগার ক্রিকেটার এখনই অবসর নিতে রাজি নন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে তাকে অংশ নিতেও দেখা যায়। এরপর নিজ উদ্যোগেই প্র্যাকটিস করে যান তিনি।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর কিছুদিন ছুটিতে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে ফাঁকা রয়েছে মিরপুরের মাঠ। এবার সেই সুযোগটাই লুফে নেন নাসির, করলেন অনুশীলন। এরপর সাংবাদিকদের সঙ্গে বাক্য বিনিময়ও করেন তিনি।

সেখানে নাসির বলেন, ‘আমি তো চাইবো বাংলাদেশ বিশ্বকাপ জিতুক। এটা নির্ভর করে অনেক কিছুর ওপরে। খেলা হচ্ছে ১২০ বলের। ঐ ১২০ বল যারা ভালো খেলবে, ঐ দিনটা যাদের ভালো থাকবে, তারাই ফল করবে। বাংলাদেশ যদি বিশ্বকাপ জেতে, আমার মনে হয় না এটা অসম্ভব কিছু ।’

ফল পক্ষে আনতে করণীয় সম্পর্কে জানিয়ে নাসির বলেন, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে বড় দল আর ছোট দলের ব্যবধানটা অনেক কম থাকে। আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভালো করে আর ভুল কম করে, তাহলে জেতার চান্স অনেক বেশি।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা