আমাকে বহুমাত্রিক চরিত্রে দেখা যাবে: নেহা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫
অ- অ+

বর্তমান সময়ের তরুণ মডেল-অভিনেত্রী নেহা আক্তার। নিয়মিত মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে নেহার পাঁচটি মিউজিক ভিডিও। ধারাবাহিকভাবে ভিডিওগুলো ইউটিউবে মুক্তি পেয়েছে।

মিউজকি ভিডিওগুলো হচ্ছে- ‘প্রয়োজনে কাছে আসা’ (মাহতিম সাকিব), ‘তোমায় মনে পড়ে না’ (সামস ভাই), ‘তোর আকাশে উড়ি’ (মোহাম্মদ মিলন), ‘আমার দোষের দোষী আমি’ (আকাশ মাহমুদ), ‘তোর ভাবনায়’ (মাহদি সুলতান)।

সব কয়টি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাজু আহম্মেদ। প্রায় ৩০টির মতো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নেহা। তার মধ্যে ২০টির পরিচালক রাজু।

নেহা আক্তার বলেন, ‘এখন পর্যন্ত যে সব মিউজিক ভিডিওতে কাজ করেছি। প্রতিটি ভিডিওতে নতুনত্ব রয়েছে। দর্শক আমাকে বহুমাত্রিক চরিত্রে দেখতে পাবে। আর গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে চমৎকার সব লোকেশনে। আশা করছি, আমার এই কাজগুলো দর্শকদের ভালো লাগবে।’

নেহা আরো বলেন, ‘ভালো একজন শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে কাজ করছি। কাজ খুব কম করব কিন্তু কাজের মান ধরে রেখে কাজ করে যেতে চাই। প্রতিটি গল্পে নতুনত্ব রাখা আমার জন্য চ্যালেঞ্জ। গল্পের সাথে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারাটা যেমন কষ্ট তেমন ভালোলাগাও। ধন্যবাদ রাজু আহম্মেদ ভাইকে আমাকে ভিন্ন মাত্রায় অভিনয় করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য।’

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা