বলিউডের ছবিতে বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭
অ- অ+

হিন্দি সিনেমায় অভিষেক করতে চলেছেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন। সোমবার টুইটারে এমন খবর জানিয়েছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহার। সেই টুইট থেকে জানা যায়, করণের আগামী ছবি ‘লাইগার’। সেখানেই অভিনয় করবেন টাইসন।

নামজাদা পরিচালক ও প্রযোজক করণের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। তার সঙ্গে থাকবেন বলিউডেরিউঠতি নায়িকা অনন্যা পান্ডে।

কিংবদন্তি বক্সারের অভিনয় প্রসঙ্গে করণ তার টুইটারে করণ লেখেন, এই প্রথম ভারতীয় সিনেমার পর্দার দেখা যাবে কিং অফ রিং মাইক টাইসনকে। ‘লিগার’ টিমে তাকে স্বাগত। পাশাপাশি ছবির একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেন করণ।

সাদা-কালো ভিডিওতে ‘লিগার’ টিমের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গর্বিত যে প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন ইতিহাস রচয়িতা, অপ্রতিরোধ্য আইকন, প্রবাদপ্রতিম মাইক টাইসন।’

ওই ভিডিওটি টুইট করে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন, ‘আমরা পাগলামি দেখাবো বলেছিলাম, এখান থেকেই তার শুরু। প্রথমবার ভারতীয় পর্দায় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর লোক, বক্সিংয়ের ঈশ্বর, লেজেন্ড, সর্বকালের সেরা।’

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বলিউডের ছবিতে দেখা গেছে মাইক টাইসনকে। ২০০৭ সালে শাহিদ কাপুর অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে শাহিদের সঙ্গে ছিলেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ ও সানি দেওল।

চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘লিগার’-এর। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজক করণ জোহর। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম একসঙ্গে এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’।

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত
গণহত্যার দায়ে শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা