তাড়াশের ৮ গ্রামীণ সড়কের বেহাল দশা

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২১, ১৪:৩২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের আটটি গ্রামীণ কাঁচা সড়কের বেহাল দশা। প্রায় ১৯ কিলোমিটার এই কাঁচা সড়গুলো পাকাকরণ না হওয়াতে দুর্ভোগের যেন শেষ নেই স্থানীয় এলাকার কয়েক হাজার মানুষের। সামান্য বৃষ্টি হলে কাঁদা পানিতে যানবাহন তো দূরের কথা মানুষকে পায়ে হেঁটে চলতেও পোহাতে হয় নানান ভোগান্তি। অথচ সড়কগুলো পাকাকরণ বা সংস্কারের কোনো পদক্ষেপ নেই বলে আক্ষেপ পকাশ করেছেন স্থানীয়রা।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার থেকে গুয়ারাখি ও কুমারপাড়া ৩ কিলোমিটার, পৌষার থেকে মাধাইনগর বাজার সাড়ে ৪ কিলোমিটার, সরাপপুর পাকার মাথা থেকে কালীবাড়ি বাজার সাড়ে ৪ কিলোমিটার, চণ্ডিভোগ থেকে কালিবাড়ি ৩ কিলোমিটার, সরাতলা থেকে মাদারজানি হয়ে মাধাইনগর ৪ কিলোমিটার ও খোর্দমাধাইনগর গ্রামের ৩ কিলোমটার সড়কে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় দশ সহস্রাধিক মানুষের চলাচল। বর্তমানে ঝুঁকি নিয়ে বেহাল দশার এই সড়কগুলো দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করছেন। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ সড়কগুলো অতি গুরুত্বপূর্ণ। সড়কগুলো দীর্ঘদিন থেকে পাকাকরণের দাবি স্থানীয় এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, আটটি কাঁচা রাস্তা সামান্য বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অনেকেই পা পিছলে পড়ে যায়। শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না।

উপজেলার খোর্দ্দমাধাইনগর গ্রামের বান্দিা মিলন কুজুর বলেন, এ অঞ্চলের সড়কগুলো কিছু জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে। নসড়কগুলোর অবস্থা এতই খারাপ যে অসুস্থ রোগীকে হাসপাতালে সময় মতো নিতে না পারায় বড় ধরণের ক্ষতির আশঙ্কা থাকে।

একই ইউনিয়নের গুয়ারাখি গ্রামের শহিদুল ইসলাম ও বিলাসপুর গ্রামের সাইদুর রহমান বলেন, পৌষার থেকে বিলাশপুর হয়ে গুয়ারাখি পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী। বিভিন্ন জায়গা থেকে রাস্তাটি সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবায়নের কোনো েদখা নেই বলে জানান তিনি।

কালিবাড়ি গ্রামের অসিত কুজুর আক্ষেপ করে বলেন, আমাদের আদিবাসী অধ্যষিত এলাকায় শতভাগ আওয়ামী লীগের ভোট দেই। অথচ সকল এলাকায় উন্নয়ন হলেও আমাদের এলাকায় উন্নয়ন নেই। রাস্তার জন্য বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে রাস্তা পাকাকরনের জন্য আশ্বাস পাই, কিন্ত বাস্তবায়ন হয়নি স্বাধীনতার ৫০ বছরেও। দ্রুত এই গ্রামীণ সড়কগুলো পাকাকরনের দাবি জানাচ্ছি।

তাড়াশ উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, রাস্তাগুলোর বিষয়ে খেয়াল থাকে না। তবে উপজেলার প্রায় সব রাস্তা পাকা করা হবে।

(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :