তেজগাঁওয়ে বিস্ফোরণ: চলে গেলেন দগ্ধ জিতু

রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ জিতু মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর জিতু ও ইয়াসিনকে বার্ন ইউনিটে আনা হলে তাদের আইসিইউতে পাঠানো হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে জিতু মারা যায়। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে ইয়াসিনের চিকিৎসা চলছে।
জিতুর বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম আহসাদুল ইসলাম। তার মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।
শুক্রবার রাতে পূর্ব তেজতুরী বাজার এলাকায় একটি ছয় তলা ভবনের তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনতলার একটি রুমে তিনজন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। এই বিস্ফোরণে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে জিতু মারা যান।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ওই বাসায় গ্যাস লিকেজ ছিল। পরে সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণ হয়। মৃত্যুর আগে জিতু তাই বলে গেছেন।
ঢাকাটাইমস/২অক্টোবর/এমআর

মন্তব্য করুন