‘শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না’

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ২১:৫৫
অ- অ+

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আগামী প্রজন্ম নিয়ে। আর এটাই হওয়া উচিত। পরবর্তী প্রজন্মের কথা মাথায় আছে বলেই তিনি আজ রাষ্ট্রনায়ক। মুক্তিযুদ্ধের চেতনা আর প্রযুক্তি মনস্কতায় গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে।’

রবিবার শরীয়তপুর জেলা প্রশাসন আয়োজিত যুয উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মপন্থা নির্ধারণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য কাজ করে চলছেন। তিনি দেশের পরিবেশের ভারসাম্য বজার রাখার জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। যাতে করে আগামী বছর পরেও বাংলাদেশ একটি সবুজ বাসযোগ্য দেশ হিসেবে টিকে থাকতে পারে।’

‘শেখ হাসিনা যুব উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছেন, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে। এছাড়াও দেশব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এতে এদেশের লাখ লাখ যুবক প্রশিক্ষণ নিয়ে নতুন উদ্যোক্তা ও আত্ম কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, বেকারত্বের সংখ্যা হ্রাস পাচ্ছে।’

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘দেশের উদ্যমী তরুণদের যোগ্য করে গড়ে তুলতে হবে সমৃদ্ধ আগামীর জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য, শেখ হাসিনার সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশের জন্য, সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশের জন্য।’

জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম। স্বাগত বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর পৌরসভার পারভেজ রহমান জন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা