যাত্রাবাড়ীতে এক মণ গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২১, ১৫:৪৮
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক মণ গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. হুজাইফা (ইজরা), মো. ইসমাইল হোসেন এবং মো. আসিফ উল হাদী।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত পৌনে তিনটা থেকে ভোর পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে এক মণ গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ আসছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা