শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাপুয়া নিউগিনির বিপক্ষে ফিল্ডিংয়ে ওমান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ১৬:১৫| আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭:০৬
অ- অ+

অবশেষে শুরু হয়েই গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ওমান এবং পিএনজি (পাপুয়া নিউগিনি)। মাসকোটের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওমান। টস হেরে এখন ব্যাট করছে নিউগিনি।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পিএনজি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপরে রয়েছে পিএনজি (১৫)।

টসের হারার সময় পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা জানান, তারাও আগে ফিল্ডিং করতে চেয়েছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

ওমান একাদশ

জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

পাপুয়া নিউগিনি একাদশ

আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা