ভোলায় টয়লেটে গৃহপরিচারিকার লাশ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ২০:৪০
অ- অ+

ভোলায় বাড়ির টয়লেট থেকে সোনিয়া (১৪) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের আবুল কালামের মেয়ে।

সোমবার বিকালে ভোলা শহরের ৬নং ওয়ার্ডের ওয়েষ্টার্ণপাড়ার ঠিকাদার জামাল গোলদারের বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

দুপুরে ঘরের টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন বাড়ির মালিক জামাল গোলদার। তবে টয়লেটে গলায় ফাঁস দেয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছে স্থানীয়রা।

বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও বাসার মালিকরা জানায়, দুপুরে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নিচ তলায় নেমে আসে সোনিয়া। ফিরতে বিলম্ব হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখে টয়লেটের বেন্টিলেটরের সাথে উড়না পেছিয়ে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলছে। পরে সেখান থেকে লাশ বের করে ঘরে এনে রাখা হয়। তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে, তার কোন কারণ বাসার লোকজন জানাতে পারেনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, লাশ সদর হাসপাতের মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তিনি আরো জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে তাদের অভিযোগেরভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিকটকে পরিচয় অতঃপর শারীরিক সম্পর্ক, হাতিয়ে নেয় নগদ অর্থ
ইসলামী ব্যাংকের মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম: সঞ্চয়ে স্বপ্নপূরণ
সাবেক সচিব-বিচারকদের ১২ ফ্ল্যাট বরাদ্দ বাতিল, দেখে নিন কার ফ্ল্যাটের আয়তন কত ছিল
১০ জুলাই দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখবেন যেভাবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা