সাভারে পশ্চাদ্দেশ জোড়া লাগা যমজ শিশুর জন্ম

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১০:৫৬
অ- অ+

ঢাকার সাভারে পশ্চাদ্দেশ জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন সাথী আক্তার নামে এক গৃহবধূ।

গত ১৮ অক্টোবর বিকাল ৪টার দিকে সাভারের সুপার মেডিকেল হাসপাতালে সিজারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। বর্তমানে তারা রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানান, শিশু দুটি সুস্থ থাকলেও তাদের মা কিছুটা অসুস্থ।

যমজ শিশুটির মা সাথী আক্তারে ১৫ ও আট বছর বয়সী আরও দুটি মেয়ে রয়েছে। বাবা মো. সেলিম রাজধানীর একটি মোটর ওয়ার্কশপে চাকরি করেন।

সেলিম পরিবার নিয়ে সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী বাজার এলাকায় নুরুল ইসলামের ভাড়া বাড়িতে থাকেন।

যমজ শিশু দুটির বাবা সেলিম বলেন, ‘১৮ তারিখ সাভারের সুপার হাসপাতালে আমার স্ত্রীর দুটা যমজ বাচ্চা হয়। পরে রাত ১২টার দিকে ঢাকার শ্যামলীতে শিশু হাসপাতালে পাঠায়। শিশু হাতপাতাল থেকে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানেও আইসিইউ নাই জানিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পরে শিশু হাসপাতালে এনে ভর্তি করি।’

জোড়া লাগানো শিশুকে আলাদা করা যাবে কি না জানেন না সেলিম। এরই মধ্যে তার অনেক টাকা খরচ হয়েছে জানিয়ে বলেন, ‘সুপার হাসপাতালে ৫০-৬০ হাজার টাকা বিল দিছি। আর শিশু হাসপাতালে এই কয় দিনে আরও ৫০-৬০ হাজার টাকা খরচ হইছে।’

শিশুদের চিকিৎসা নিয়ে শঙ্কিত এই বাবা বলেন, ‘আমি অনেক দিন প্রবাসে ছিলাম। ৪-৫ বছর আগে দেশে ফিরে এসে ঢাকার একটি ওয়ার্কশপে অল্প বেতনে চাকরি করি। আত্মীয়-স্বজনদের কাছে সহযোগিতা নিয়ে এই টাকা পরিশোধ করছি। এখন এই অবস্থা হলে আমার বাচ্চা দুইটার চিকিৎসা করাবো কীভাবে? শেষ পর্যন্ত আমার বাচ্চা দুইটার কপালে কী আছে জানি না।’

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা