কুমিল্লায় টেঁটা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:২২ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২১, ১১:১৫

ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কুমিল্লার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নে সংঘর্ষে জড়িয়েছে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে চলা সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উভয়পক্ষের লোকজন টেঁটা নিয়েও সংঘর্ষে জড়ায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সংঘর্ষের পর আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/১১নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :