সমবায়ের মাধ্যমে প্রবাসীদের পুঁজিবাজারে বিনিয়োগে হিরুর অসাধারণ আইডিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২১, ১৭:২৬| আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৭:৩৪
অ- অ+

করোনা মহামারির মধ্যে সারা পৃথিবী যখন স্থবির হয়ে পড়েছিল তখনও দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের রেকর্ড গড়েন প্রবাসীরা। দূরদেশে থাকলেও দেশের অনেক গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আছে প্রবাসীদের। এবার প্রবাসীদের সমবায় সমিতি করার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার অসাধারণ এক ধারণা দিলেন আবুল খায়ের হিরু। সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্টার হিরু সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এ অংশ নিতে যুক্তরাজ্যে গিয়ে এই ধারণা দেন।

সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে সফরকালে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকে-বিসিসিআই) সভাপতি ইকবাল আহমেদকে সমবায় সমিতির মাধ্যমে ফান্ড তৈরি করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

ব্যবসায়ীদের এই সংগঠনের নেতা হিরুর আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়ে ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার আগ্রহের কথা জানান।

ইকবাল আহমেদের কাছে আবুল খায়ের হিরুর প্রশ্ন ছিল যুক্তরাজ্যে তাদের ব্যবসায়িক দক্ষতা ঢাকার বাজারে আনতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

জবাবে যুক্তরাজ্যের এই ব্যবসায়িক নেতা বাংলাদেশের বাজারে তাদের দক্ষতা প্রয়োগের জন্য সহযোগিতার কথা বলেন। তিনি বলেন, সহযোগিতা পাওয়া গেলে শিগগিরই ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসা সম্ভব। এখানে সেমিনারের আয়োজন করা যেতে পারে।

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার মতো যুক্তরাজ্যে অনেক প্রবাসী আছেন এমনটা জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে অনেক লোক আছে যারা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে। শুধু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করবে না, এখান থেকে ফান্ড বৃদ্ধি করে দেশে বড় বড় ইন্ডাস্ট্রিও তারা করতে পারবে।

পরে তাকে সমবায় সমিতি করে দেশে বিনিয়োগ কীভাবে করা সম্ভব সে বিষয়ে বিস্তারিত ধারণা দেন সমবায় অধিদপ্তরের এই কর্মকর্তা।

আবুল খায়ের হিরু বলেন, আপনারা জানেন যে, আপনাদের কমিউনিটিতে যারা বসবাস করে এদেরকে নিয়ে একটি সমবায় সমিতি করে একটি ফান্ড তৈরি করে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। সেই ফান্ডে যে মুনাফা হবে সেটি আপনারা এই কমিউনিটির উন্নয়নে এবং দেশে থাকা পরবর্তী প্রজন্মের উন্নয়নে ব্যয় করতে পারবেন।

এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমি চাচ্ছি যে আমি যেহেতু সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি হয়ে আসছি এখানে, সেহেতু আমি চাচ্ছি যে, আপনারা কমিটির যারা আছেন তারা সবাই মিলে একটা সমবায় সমিতি গঠন করবেন। বাংলাদেশে আমাদের সমবায় অধিদপ্তর এটি নিবন্ধন দিয়ে থাকে। এই সমবায় সমিতির মাধ্যমে আপনারা আপনাদের টোটাল কমিউনিটির ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগগুলো বাংলাদেশের নিয়ে এলে আমাদের বাজার অনেক শক্তিশালী হবে। আপনাদের যে কন্ট্রিবিউশন সেটাও দৃশ্যমান হবে। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি যে, একটি সমবায় সমিতি গঠনের মাধ্যমে ঢাকার বাজারে একটু কন্ট্রিবিউশন করবেন।

সহযোগিতার আশ্বাস পেয়ে ইউকে-বিসিসিআইয়ের সভাপতি ইকবাল আহমেদ বলেন, আইডিয়াটা চমৎকার। এই আইডিয়াকে আমি স্বাগতম জানালাম এবং এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করব। এটা কোঅপারেটিভ ইনভেস্টমেন্ট, কোঅপারেটিভ ব্যাংক যেগুলো আগে ছিল এমন একটা কোঅপারেটিভ ইনভেস্টমেন্ট হতে পারে। আমরা সবাই মিলে বসে কিছু টাকার ফান্ড রিসিভ করব। আমরা এটার ওপর কাজ করবো।

পরে আবুল খায়ের হিরু বলেন, গত দুই থেকে তিন বছরে অনেক সমবায় সমিতি পুঁজিবাজারে ইনভেস্ট করে অনেক বড় ধরনের ফান্ড উন্নত করেছে। ইউকে-বিসিসিআই যদি কমিউনিটি বেজড উদ্যোগ নেয় সমবায় মন্ত্রণালয় এবং সমবায় অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সেখানে নিবন্ধন থেকে শুরু করে সব ধরনের প্রসেস আমরা দেখিয়ে দেবো। শুধু আপনাদের অনুরোধ করবো বাংলাদেশ আসুন। বিনিয়োগ করুন, লাভবান হোন এবং কমিউনিটি বেজড ডেভেলপমেন্টে এগিয়ে আসুন।

এছাড়াও প্রবাসীদের বিভিন্ন সেমিনারে মো. আবুল খায়ের হিরু অংশ নেন। এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অংশ নিয়ে সমবায়ভিত্তিক বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করার তাগিদ দেন।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না
আমরা ভাবছি তিন দায়িত্ব পালন করতে না পারলে ফিরে যাব: উপদেষ্টা রিজওয়ানা
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু 
যাত্রাবাড়ীতে ৫৬ কেজি গাঁজাসহ ২ জন, আগারগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা