জাবির কলা ও মানবিক অনষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২১, ১৭:৪৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশ করেছে ১৫ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (ju-admission.org) এই ফলাফল প্রকাশিত হয়।

এ বছর সি ইউনিটে ৩৭২টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৪১ হাজার ৬৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে

২৫ হাজার ১৪৩ জন।

সি ইউনিটে বিভাগভিত্তিক পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান শাখার ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৭৭টি, মানবিক বিভাগে ৮৪ এবং বাণিজ্যিক শাখার ২৫টি সিটের বিপরীতে মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়াও দুই ধাপে পরবর্তীতে জাবির গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী সোমবার (২২ নভেম্বর) ‘এ’ ইউনিটের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :