ভোট না দেয়ায় যুবকের হাত-পা ভেঙে দিলো প্রতিপক্ষ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১৪:২০
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ভোট না দেয়ায় তামিম হোসেন (৩২) নামে একজনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। তার অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনাসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তামিম হোসেন ওই গ্রামের মো. গোলবার হোসেনের ছেলে।

আহত যুবকের বাবা গোলবার হোসেন বলেন, ‘সম্প্রতি বিনসাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়। সেখানে হামলাকারীদের প্রার্থীকে ভোট না দেয়ায় শুক্রবার সকালের বাজারের আসার সময়ে আমার ছেলের ওপর এই নির্যাতন করা হয়েছে। একই গ্রামের মৃত রফাদ আলীর ছেলে ভুট্টুর নেতৃত্বে সন্ত্রাসী আবুল কালাম, সোহাগ হোসেন, মামুন হোসেন অতর্কিত হামলা চালিয়ে লোহার পাইপ, রড ও লাঠিসোটা দিয়ে ছেলেকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়।’

‘স্থানীয়রা এগিয়ে এসে আমার ছেলেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করেন।’

বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য ইলিয়াস আলী জানান, গত বৃহস্পতিবার স্কুল কমিটির নির্বাচনে ভোট না দেয়ায় এবং আগের একটি পারিবারিক বিষয় নিয়ে মামলা তুলে নিতেই তাকে একাধিক হুমকি দিয়েছে প্রতিপক্ষ। পরে শুক্রবার সকালে তামিমকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে তারা। শুধু তাই নয় ভোটের আগের রাতেও ওই সন্ত্রাসীরা তাদের ভোট দেয়ার জন্য হুমকি দেয়।’

এ বিষয়ে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক আমানুল্লাহ আমান জানান, রোগীর অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আঘাতের কারণে তার হাত ও পা পুরো ভেঙে গেছে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা