খালেদার সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১৫:৫৯
অ- অ+
ফাইল ছবি

গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া করেছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে করা হয়েছে বিশেষ প্রার্থনা।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ছিলেন জোটের শরিক দলের নেতারাও।

বায়তুল মোকাররমে এই দোয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ,নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার ছাড়াও আরও ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

বিএনপির শরিক ও সমমনা দলের নেতাদের মধ্যে ছিলেন এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা