করোনায় আরও ৫৩৩১ প্রাণহানি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ০৯:১৫| আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯:১৬
অ- অ+
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে বিশ্বজুড়ে যুক্ত হয়েছে আরও পাঁচ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ হাজার ৩৩১ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও চার লাখ ৭৯ হাজার ৪৫২ জনের শরীরে।

রবিবার (২৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে জানা গেছে এসব তথ্য।

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১১ হাজার ৯২২ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ২৬ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৪৭৮ জনে।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ২৩৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৯৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৬১২ জন এবং মারা গেছে ১২৭ জন।

যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৫৬৭ জন এবং মারা গেছে ১৩১ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২০০ জন এবং মারা গেছে ৫৬৮ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে নয় হাজার ২৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৮৭ জন, তুরস্কে ১৯২ জন, ফিলিপাইনে ১৮৮ জন, পোল্যান্ডে ৩৭৮ জন, রোমানিয়ায় ১৬১ জন এবং ভিয়েতনামে ১৪৮ জন, মেক্সিকোতে ১৬৫ জন মারা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা