মানিকগঞ্জে শিশু ধর্ষণচেষ্টায় আসামির কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ২০:৪৪
অ- অ+

মানিকগঞ্জে নয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রবিবার দুপুরে আসামি দেলোয়ার হোসেনের (৬০) উপস্থিতিতে রায় ঘোষণা করেন মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নূরুল হুদা রুবেল জানান, ২০১৪ সালে পহেলা জুন হরিরামপুর উপজেলা কোকরহাটি গ্রামে ৯ বছরের শিশু ও তার ছোট বোন ঘরে ছিল। আসামি দেলোয়ার হোসেন কৌশলে ওই ঘরে ঢুকে ছোট বোনকে আম কুড়াতে বাইরে পাঠায়। তারপর আসামি ৯ বছরের শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। ওই শিশুর ডাকচিৎকারে তার মা বাবা এগিয়ে এলে আসামি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে মামলা করেন। ধর্ষণচেষ্টার ঘটনার চার মাস পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করে।

এ মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নেয়া হয়। আদালতের কাছে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা