বাড়ির কোথায় আয়না বসাবেন?

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩:১৬
অ- অ+

প্রতিদিনের জীবনে আমাদের আয়নার প্রয়োজন রয়েছে। বাড়ি থেকে বের হবার আগে বা বাড়ি ফিরে একবার আয়নার সামনে আমরা প্রায় সবাই দাঁড়াই। আয়না আমাদের নিজেকে চিনতে শেখায়, ভালোবাসতে শেখায়। আয়নার গুরুত্ব অপরিসীম। আছে। আয়নাকে কেউ কেউ অযথা বিলাসিতার অঙ্গ বললেও, অন্দরসজ্জায় আয়নার বিশেষ উপযোগিতা আছে। আয়না যেমন আপনার মঙ্গল করতে পারে, তেমনই ঘরে ঠিক ভাবে আয়না না রাখলে হতে পারে সর্বনাশ। জেনে নিন কোথায় কীভাবে আয়না রাখবেন।

এন্ট্রিওয়ে মিরর

আপনি প্রস্তুত হয়ে কোনও জরুরি কাজে বেরোচ্ছেন। প্রথামাফিক সাজসজ্জা সেরে হয়তো একেবারে শেষ মুহূর্তে এসে নিজেকে একবার দেখে নিতে চাইলেন। কিন্তু দেখবেন কী ভাবে? সম্ভব যদি আপনার বাড়িতে কোনও 'এন্ট্রিওয়ে মিরর' থাকে।

অন্দরসজ্জা

প্রথম কথা হল আয়না ঘরে থাকলে ঘর অনেক 'স্পেসিয়াস' দেখায়। আয়না বিভিন্ন আকার ও আকৃতির হয়। বিভিন্ন আকার-আকৃতির আয়না ঘরে বা বাড়িতে ভিন্ন ভিন্ন মাত্রার পরিবেশ তৈরি করে।

ওয়াশরুমে আয়না

যেমন ধরা যাক বাথরুমের আয়না। টয়লেটে বা ওয়াশরুমে আয়নার বিশেষ গুরুত্ব। কেননা, এখানে আপনি নিজেকে সাজিয়ে-গুছিয়ে নেন, মুখ ধোওয়া ব্রাশ করার মতো দিনের জরুরি কাজগুলো এখানেই সারতে হয়। আর সেক্ষেত্রে আয়নার বিশেষ কার্যকারিতা।

ফুল লেংথ মিরর

বেডরুমে একটি ফুল লেংথ মিররের নানা উপযোগিতা। এটা সব সময়ই আপনাকে নিজেকে নিখুঁত করে তোলার একটা সুযোগ দেয়। বেডরুমে একটা বড় আকারের আয়না ঘরের মেজাজটাকেই বদলে দেয়।

পকেট মিরর

ঘরের আয়না নয় হল। কিন্তু ঘরের বাইরে? ঘরের বাইরে বের হওয়ার পরেও তো আপনার নিজেকে একবার দেখে নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তখন একটি ছোট্ট হ্যান্ডি সুদৃশ্য পকেট মিররের কোনও বিকল্প নেই।

সিলিং মিরর

সিলিং মিরর একটা বিশেষ বিলাসিতার ব্যাপার। অনেকেরই এটার প্রতি দুর্বলতা থাকে। শোওয়ার ঘরে একটা সিলিং মিরর থাকা মানে ঘরের পরিবেশটাই অন্য মাত্রা পেয়ে যায়।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা