করোনায় গতকালের দ্বিগুণ মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২১:০২ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ২০:৫১
ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসে গত এক দিনে আগের দিনের তুলনায় দ্বিগুণ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ছয়জন। গতকাল এই সংখ্যাটি ছিল তিন। তবে করোনা শনাক্তের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭৬ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২৪৩ জন।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জন। আর শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৬ হাজার ৪২৮টি পরীক্ষায় ১৭৬ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক সাত শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৬২ জনসহ মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

মারা যাওয়া ছয়জনের মধ্যে পুরুষ দুইজন, আর নারী চারজন। এর মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের একজন করে। পাঁচজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, আর একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

গত ২০ নভেম্বর প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এর আগে গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

দেশে করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

সব জেলায় বইছে তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির আভাস

‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি বাস্তবায়নে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জেন্ডার সমতা-নারীর ক্ষমতায়নে ভূমিকা: মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির

উপজেলা নয়, এখন থেকে জেলাভিত্তিক হবে উন্নয়ন পরিকল্পনা

বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :