টিলার পল্লীতে সুপেয় পানির অভাব, বিপর্যস্ত জনজীবন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৮

সমতলে পানির সুব্যবস্থা নিশ্চিত করা গেলেও কয়েক যুগ ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি টিলায় বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নেই। দুর্গম পাহাড়ি টিলার পল্লীতে পাহাড়ি ঝর্ণা ও নদী পানির উৎস থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত সুপেয় ও নিরাপদ পানি না পাওয়ায় মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে বিভিন্ন রকম পানিবাহিত রোগ দেখা দেয়। এ অবস্থা চললেও টিলাবাসীর পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলায় ৩ শতাধিক পরিবার বসবাস করে। ভুক্তভোগীরা দিনের পর দিন বিশুদ্ধ পানি সংকটে থাকার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনকে অবহিত করলেও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলায় বসবাসকারী ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, টাংগুয়ার হাওর সীমান্তে শহীদ সিরাজ লেক, এশিয়ার বৃহত্তর শিমুল বাগান, বারেকটিলার জন্য পর্যটন স্পষ্ট হিসেবেও তাহিরপুর উপজেলা অত্যন্ত সুপরিচিত। আর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে অবস্থিত সীমান্ত ঘেঁষা পর্যটন স্পষ্ট খ্যাত বারেকটিলা (বারিক্কা টিলা), মাঝের টিলা, চানপুর টিলার সৌন্দর্য দেখতে আসা দেশ-বিদেশের হাজারো পর্যটকদেরও বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাতে হয়। ১৯৪২ সাল থেকেই এ টিলায় বসবাস শুরু হয় আদিবাসীদের। ২০০৮ সালে রোমান ক্যাথলিক চার্চে একটি নলকূপ স্থাপন করলেও পানি না আসায় প্রথম থেকেই অকেজো হয়ে আছে। টিলায় বসবারত গ্রামগুলোতে তীব্র পানি সংকট থাকায় বাসিন্দারা হেঁটে দীর্ঘ পথ পারি দিয়ে পানি সংগ্রহ করে। বেশির ভাগ পানিই তারা পাহাড়ি টিলার ঝিরি ঝর্ণা থেকে সংগ্রহ করে। গ্রীষ্মকালে কাছের ঝিরি,ঝর্ণার পানি শুকিয়ে যাওয়াতে পানির জন্য তাদের দূরের পথ পারি দিতে হয়। নিরাপদ পানির আশায় জীবন ঝুঁকি নিয়ে পানি সংকট মোকাবিলা করতে বোতল জাত পানি ক্রয় করতে হয় না হলে এক কলস পানি ২০ টাকা দরে কিনতে হচ্ছে তাদের। আর এক ড্রাম (৩৫ লিটার) পানির জন্য খরচ হচ্ছে ১০০ টাকা। এ অবস্থা চললেও টিলাবাসীর পানির সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই।

বারেকটিলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা পুলক আজিম জানান, তাদের এলাকায় সুপেয় পানির ব্যবস্থা নেই। শুধু বারেকটিলা নয়, সীমান্তে বেশ কয়েকটি টিলার উপর বসবাসরত মানুষের বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নেই।

স্থানীয় ইউপি সদস্য সম্রাট মিয়া জানান, দীর্ঘদিন ধরেই পাহাড়ি টিলাগুলোতে পানি সংকট রয়েছে। বিশুদ্ধ পানি না থাকায় অনেক সময় নদীর পানিই পান করতে হয় আদিবাসীদের।

উত্তর বড়দল ইউনিয়নের সমাজসেবক মাসুক মিয়াসহ অনেকেই জানান, উপজেলার সীমান্ত এলাকার পাহাড়ি অঞ্চলে বারেকটিলা, মাঝের টিলা, চানপুর টিলাসহ সীমান্তের বেশ কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানির সুব্যবস্থা এখনো নিশ্চিত করা যায়নি।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, টিলার উপর টিউবওয়েল বসানোর সুযোগ নেই। এ জন্যই মূলত পানি সংকট।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বলেন, জায়গাটি সার্ভে করে বড়গোট টিলার বাসিন্দাদের পানির সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেব।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, টিলায় বিশুদ্ধ পানির সুব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির জানান, পানি সংকটের বিষয়টি টিলায় বসবাসকারী লোকজনের পক্ষে থেকে আবেদন করা হলে বিশুদ্ধ পানি ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কিশোরগঞ্জের চার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

কুমিল্লার চার উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কেমন?

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ৩৯টি মৃত হরিণ উদ্ধার

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ভোগান্তিতে উপকূলবাসী, পৌঁছায়নি সরকারি ত্রাণ সহায়তা

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় রেমালের কিছু অংশ সিলেটে বাকিটা আসামে

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

নরসিংদীতে নামাজরত অবস্থায় ইটচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

এই বিভাগের সব খবর

শিরোনাম :