যুদ্ধের ময়দানে নেমেছি: তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ১৩:২২
অ- অ+

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে যুদ্ধের ময়দান বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তৈমূর আলম বলেছেন, ‘যুদ্ধের ময়দানে আছি, যেকোন পরিস্থিতি মোকাবেলা করবো, যা আছে কপালে তাই হবে। এবারের নির্বিাচনের কোনো কেন্দ্রকেই আমি ঝুঁকি মনে করি না। নগরীর বাসিন্দাদের উপর আমার আস্থা রয়েছে বলেই কোনো কেন্দ্রকেই আমি ঝুকিপূর্ণ মনে করি না।’

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মিণ পাড়া এলাকায় প্রেস বিফিং করে তিনি এসব কথা বলেন।

তৈমূর আলম বলেন, আমি ঝুঁকি হিসেবে পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনকেই মনে করি। তারা নিরপেক্ষ থাকলে কোনো কিছুই ঝুঁকিপূর্ণ না।

কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে তৈমূর আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছে আমাদের পেটানোর জন্য। কিন্তু এটাতো নিরপেক্ষ হলো না।

তৈমূর আলম বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এক প্রশ্নের জবাবে চ্যানেল আইকে বলেছেন, আমরা ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড ঝুঁকিপূর্ণ মনে করেছি বলেই ডিসি ও এসপি বিষয়টি সম্পর্কে জানাতে গেছে। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। আমার ছোট ভাই বিগত ১৮ বছর যাবৎ এই ওয়ার্ডের কাউন্সিলর। ১২ নম্বর ওয়ার্ড হলো সরকারি দলের এমপিদের ওয়ার্ড। এখন তারা নিজ দলের এমপিদের ওয়ার্ডকেও ঝুকিপূর্ণ মনে করে। তাদের মধ্যে কেমন বিরোধ রয়েছে এখন এটাই প্রতিয়মান হচ্ছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা