রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ১৩:২৫
অ- অ+

রাজশাহীতে র‌্যাবের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালে চারঘাট ও গোদাগাড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চারঘাট উপজেলার আল-আমিন ও চাঁপাইনবাবগঞ্জের সাইদুল ইসলাম।

র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস সাকিব রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের পৃথক দুটি দল জেলার চারঘাট ও গোদাগাড়ি উপজেলায় অস্ত্র ও হোরোইন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আল-আমিনের কাছে থেকে একটি ওয়ান সুটার গান ও সাইদুল ইসলামের কাছে থেকে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও হেরোইন কারবারির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি অস্ত্র আইনে ও গোদাগাড়ি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সকালে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৭জা্নুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা