ভোলায় চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সেনা কর্মকর্তা আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:২১

ভোলার দৌলতখান উপজেলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে সদ্য নিয়োগ পাওয়া এক সেনা সদস্যের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করায় কামরুল ইসলাম তানভির নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল ইসলাম লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের শাহে আলমের ছেলে।

পুলিশ জানায়, আটক কামরুল ইসলাম তানভির নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে। দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের সেনাবাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া নোমান নামে এক সেনা সদস্যের বাড়িতে গিয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে টাকা দাবি করেন। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীর পোশাকের কাপড়ের একটি মানিব্যাগে এবং একটি ক্যাপ পাওয়া যায়।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :