শেরপুরে অজ্ঞাত পরিচয় বস্তাবন্দী লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ২০:৪৪
অ- অ+

শেরপুরে ঘাড় মটকানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক মধ্যবয়সী নারীর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামের রাস্তার পাশ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় কৃষক ফরমান আলী নিজপাড়া গ্রামের রাস্তার পাশে তার ক্ষেতে গিয়ে রক্তমাখা অবস্থায় একটি ভড়াবস্তা পড়ে থাকতে দেখে। এর পরপরই তিনি বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তার মুখ খুলে মধ্যবয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শুক্রবার রাতে কোন এক সময় ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহটি বস্তায় ভরে এখানে ফেলে রেখে যায়।

এদিকে চল্লিশোর্ধ এই নারীকে মাথায় কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
‘আরএমপি এখন রাজশাহী মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে জনগণের আস্থা’
ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা