যড়যন্ত্র যতই হোক উন্নয়ন থামবে না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:২৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, যতই যড়যন্ত্র হোক আমরা আমাদের উন্নয়ন অব্যহত রাখবো। নারীর ক্ষমতায়নের যে ধারা অব্যাহত রয়েছে আমরা তা অব্যাহত রাখবো। সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। সব শ্রেণির মানুষ সরকারের সুবিধা পাচ্ছে। আমরা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই।

বৃহস্পতিবার দুপুরে নগরীর দেওভোগ এলাকায় মর্গান স্কুল অ্যান্ড কলেজ মিনলায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠানে আইভী এসব কথা বলেন।

আইভী বলেন, অনেকে অনেক সময় নানা কথা বলেন, সরকার কী করছে। আমি বলবো সরকার অনেক কিছু করছে। মুক্তিযোদ্ধার জন্য কাজ করছে, নারীর ক্ষমতায়, শিশুদের সুরক্ষা, প্রতিবন্ধীদের জন্য নানা সুবিধাসহ নানা কার্যক্রম করছে। সরকারের যত উন্নয়ন কাজ চলমান রয়েছে সেগুলো চলবে। তারপরও একটি মহল কিন্তু বসে নাই, তারা যড়যন্ত্র করে যাচ্ছে, কিভাবে সরকারকে খাটো করা যায়। সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

মেয়র বলেন, আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের কর আগেই মওকুফ করে দিয়েছে। আগামীতে পানির বিলও মওকুফ করে দেবো। তাছাড়া বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিটি কবরস্থানে ১০ শতাংশ জায়গার চারপাশে দেয়াল করে দিয়েছি।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি কর্তৃজ্ঞ। কারণ আপনারা আমার পাশে সব সময় ছিলেন। আগের নির্বাচন থেকে শুরু করে শেষ নির্বাচন পর্যন্ত আপনারা পাশে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় প্রতি এলাকায় সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। একটা সময় ছিল স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারতাম না। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লুকিয়ে রেখে চাকরি চাইতে হতো। কিন্ত বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন।

অনুষ্ঠানে সংবর্ধিত শতাধিক মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক দেয়া হয়। জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

রাজশাহীতে আওয়ামী লীগের যাদের দিকে নজর

বরিশাল সিটি নির্বাচন: র‌্যাব-পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীতে মায়ের কবরের পাশে শায়িত হলেন সিরাজুল আলম খান

রাজবাড়ীতে ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে নিরাপদ সবজি চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ফরিদপুর থেকে ঢাকা ট্রেন উদ্বোধন করবেন: রেলমন্ত্রী

ফরিদপুরের মধুখালীতে প্রায় দেড় কেজি স্বর্ণের বারসহ আটক ২

বরিশাল সিটি নির্বাচন: ১২৬ কেন্দ্রের মধ্যে ১০৬টিই ঝুঁকিপূর্ণ

সিসিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

শিবচরের চমক ২০ মণের ‘সাহেবজাদা’

খুলনা সিটি নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :