পেছাল চট্টগ্রাম অমর একুশে বইমেলা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৯
অ- অ+

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এম.এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলা ১৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, সাইফুল আলম বাবু, কবি কামরুল হাসান বাদল, শামসুদ্দিন শিশির, সাংবাদিক শুকলাল দাশ, আইয়ুব সৈয়দ, মো. জহির, ইউসুফ মাহমুদ, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, পিনাকী দাশ, শিল্পী দীপক কুমার দত্ত, আরিফ রায়হান, নজরুল ইসলাম মোস্তাফিজ, কর্পোরেশনের উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।

এবারের বইমেলায় রবীন্দ্র উৎসব, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ৭ মার্চ’র ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভা, শিশু-তারুণ্য-নারী উৎসব অনুষ্ঠিত হবে। মেলায় দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ও শিল্পীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, কোভিড পরিস্থিতির কারণে গতবছর সবরকম প্রস্তুতি থাকা স্বত্বেও বইমেলা করা যায়নি। তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা নিয়ে সকলের অংশগ্রহণে এবারো ঐতিহ্যের বইমেলা সফল হবে। তিনি বলেন, আমরাও প্রমাণ করতে চাই ঢাকার ন্যায় চট্টগ্রামেও জাঁকজমকভাবে সফল বইমেলা আয়োজনে সক্ষম। আশা করি আমাদের উদ্যোগে সকলে সাড়া দেবেন।

ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা