ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১০ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৯

ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ.এম আশিকুর রহমান রকি হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রেজওয়ান আশরাফ এলিস এবং সঞ্চালনা করেন নিহতের চাচা পপেল আহমেদ।এতে বক্তব্য দেন যুবলীগ ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক পলাশ, মো. কামরুল হাসান, ফজলে রাব্বী, মো. শরিফুল আনোয়ার সজ্জন, মো. রায়হান সরকার, মো. মবিয়া হাসান নিয়াত, মো. আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফুলছাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ.এম আশিকুর রহমান রকি গত ১১ জুলাই সাড়ে ৯টার দিকে জেলা শহর থেকে অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির মোড়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রকিকে কুপিয়ে হত্যা করে।কাঞ্চন ও ইমরানসহ আরও অজ্ঞাতনামা ৭-৮ জন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা বলেন, কাঞ্চন ও ইমরান ধরা পড়লেও মূল আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।মূল আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :